ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৪

সংবিধান সংস্কার প্রস্তাব: তিনটি মূলনীতি বাদ নতুন চারটি প্রস্তাব

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৯ ১৫ জানুয়ারি ২০২৫  

বাংলাদেশের সংবিধানে সাম্প্রতিক সময়ে যে সুপারিশ করা হয়েছে, তা একটি বড় পরিবর্তন আনার দিকে ইঙ্গিত করছে। অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশন সংবিধানে চারটি নতুন মূলনীতি যুক্ত করার পাশাপাশি তিনটি পুরানো মূলনীতি বাদ দেয়ার প্রস্তাব দিয়েছে। এই পরিবর্তনগুলো বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং সাংবিধানিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

প্রধান সুপারিশগুলো হলো, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দেওয়ার প্রস্তাব। ১৯৭২ সালে প্রণীত সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ছিল: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এবং ধর্মনিরপেক্ষতা।
 বর্তমান কমিশন প্রস্তাব করেছে যে, এই তিনটি মূলনীতি বাদ দেয়া হোক এবং শুধুমাত্র গণতন্ত্র বজায় রাখা হোক। এই তিনটি মূলনীতি (ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ) বর্তমান প্রেক্ষাপটে অপ্রাসঙ্গিক এবং রাজনৈতিকভাবে বিতর্কিত হতে পারে, এমন বিবেচনা থেকে এগুলো বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে।

বুধবার সকালে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এসময় সংশ্লিষ্ট কমিশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর