ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪০০

সকালে ব্লুবেরি খেলেই ম্যাজিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪৬ ২১ জুন ২০২১  

শরীর ভালো রাখতে নানা ধরনের খাবার নিয়ে চলে নিত্য পরীক্ষা। কখনও আপেলের বদলে কলা। কখনও বা কর্নফ্লেক্সের বদলে দই-চিঁড়ে। তেমনই মাঝে মধ্যে সকালের নাস্তায় ওটসের সঙ্গে নানা ধরনের ফল দেওয়ার কথা ওঠে। কোন ফল সকাল সকাল খেলে নানা ধরনের রোগ দূরে রাখতে পারে? তা কি জানেন?


আম-কলা-আপেল তো খেয়েই থাকেন। এবার ব্লুবেরি খেয়ে দেখুন সকালের খাবারের সঙ্গে। এর ফলে শরীরের যত্ন নেওয়া যাবে অন্য এক পদ্ধতিতে।


কী থাকে ব্লুবেরিতে? 
অ্যান্টিঅক্সিডেন্ট। বিভিন্ন ধরনের খাবারেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তবে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবারের রাজা হলো এই ফল। যেকোনও ফল বা সব্জির চেয়ে বেশি পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই খাবারে। 


কোনও কারণে শরীরের ভিতরে প্রদাহ সৃষ্টি হলে, তা কমিয়ে দিতে পারে ব্লুবেরি। শুধু তা-ই নয়, মহিলাদের মধ্যে হৃদ্রোগের আশঙ্কাও কমিয়ে দেয় এই ফল।


এই ফলে ফাইবার থাকে বেশি। ক্যালোরি কম। এর জোরে নানা ধরনের ক্যানসারের আশঙ্কাও কমায় ব্লুবেরি। আবার ওজন কমাতে চাইলেও ব্লুবেরি সাহায্য করতে পারে।