ঢাকা, ০৩ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৫১

সচিবালয় ও যুমনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৯ ২৬ আগস্ট ২০২৪  

চাকরি জাতীয়করণসহ আনসার সদস্যদের বিভিন্ন দাবির চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনার পর সচিবালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের আশপাশ সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণবিজ্ঞপ্তি দিয়ে এ নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন (যমুনা) এর আশপাশ এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হল।”

 

আনসার সদস্যরা তাদের চাকরি জাতীয়করণের দাবিসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।সবশেষ রোববার সচিবালয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় আনসার সদস্যরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

 

তবে পরে আনসার সদস্যরা তাদের দাবিতে অনড় থেকে সচিবালার গেইটে অবস্থান নেন। এতে সচিবালয়ের ভেতরে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা এবং কর্মকর্তা-কর্মচারীদের আটকা পড়েন।

 

দীর্ঘ সময় ধরে আটকা পড়লেও তাদের উদ্ধারে বা আনসার সদস্যদের সরিয়ে দেওয়ার জন্য কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। এ অবস্থায় রাতে শিক্ষার্থীরা ঘটনাস্থলে এলে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। পরে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে আনসার সদস্যরা পিছু হটে। এরমধ্যে সেনা সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।