ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৬৩৩

সড়কে ঝরল ২ মেয়েসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার প্রাণ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৪ ২৮ ডিসেম্বর ২০১৯  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ট্রাফিক বক্সের সামনে লরির ধাক্কায় তিনজন মারা গেছেন। শনিবার সকাল পৌনে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক সাইফুজ্জামান মিন্টু (৪৫), তার দুই মেয়ে আশরা আনাম খান (১৩) ও তাসনিম জামান খান (১১)।
এ ঘটনায় সাইফুজ্জামানের স্ত্রী কণিকা আক্তার (৪০) এবং পুত্র তাহসিন জামান মন্টু (৯) গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাইফুজ্জামান মিন্টু তার পরিবার নিয়ে চট্টগ্রাম থেকে প্রাইভেট কারে ঢাকা যাচ্ছিলেন। তাদের বহনকারী প্রাইভেট কারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ট্রাফিক বক্সের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আশরা ও তাসনিম (১১)। গুরুতর আহত হন সাইফুজ্জামান, তার স্ত্রী ও পুত্র।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে মারা যান মিন্টু।
পুলিশ লরিটি আটক করেছে। লরির চালক ও হেলপার পালিয়ে গেছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর