ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৯৮

সরকারি চাকরি পরীক্ষায় বয়সসীমা বাড়ছে!

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:১২ ৫ মে ২০২১  

দেশে করোনা মহামারির কারণে সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষা আটকে আছে। এ জন্য ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

 

মঙ্গলবার (৪ মে) তিনি বলেন, করোনাকালে যেসব চাকরিপ্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতি পুষিয়ে দিতে চেষ্টা করবো। বয়সটা যাতে ছাড় দেওয়া হয়, সেই পদক্ষেপ আমরা নেব।

 

প্রতিমন্ত্রী বলেন, আমরা মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বয়সে ছাড় দিয়ে সেই সময়টা পুষিয়ে দেওয়ার নির্দেশনা দেব। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

 

ফরহাদ হোসেন বলেন, যখন যে সময় বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল, আগের সময় ধরেই পরবর্তীতে একই সময়ে তা প্রকাশ করা হবে।


এর আগে গত বছর করোনা মহামারিতে সাধারণ ছুটির কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেয় সরকার। ওই বছর ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছিল, তাদের পরবর্তী ৫ মাস পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের সুযোগ দেওয়া হয়।

চাকরি বিভাগের পাঠকপ্রিয় খবর