ঢাকা, ২২ নভেম্বর শুক্রবার, ২০২৪ || ৮ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২২৩

সরকারি প্রতিষ্ঠানে ৩ লাখ ৩৭ হাজার পদ শূন্য

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৯ ১০ ফেব্রুয়ারি ২০১৯  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের বিভিন্ন অফিস ও মন্ত্রণালয়ে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৬টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ে শূন্য রয়েছে ৩ হাজার ৮৫৪টি পদ। এসব শূন্য পদ পূরণে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে মো. আনোয়ারুল আজীম (আনার) ও শামসুল হক টুকুর আলাদা তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ফরহাদ হোসেন জানান, ৩৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ২৮৯টি পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সুপারিশ করেছে। সুপারিশকৃত প্রার্থীদের প্রাক-চাকরির বৃত্তান্ত যাচাই করতে যথাযথ সংস্থাকে অনুরোধ করা হয়েছে। সেটি ও মুক্তিযোদ্ধা সনদ যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত নিয়োগ দেয়া হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ৩৮, ৩৯ ও ৪০তম বিসিএসের মাধ্যমে যথাক্রমে ২ হাজার ২৪টি, ৪ হাজার ৭৯২টি ও ১ হাজার ৯০৩টিসহ মোট ৮ হাজার ৭১৯টি ক্যাডারে শূন্য পদে নিয়োগের কাজ চলছে। সবকিছু প্রক্রিয়ার মধ্যে আছে।

তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সংস্থার চাহিদার প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে ১০ থেকে ১২ গ্রেডে (দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ করা হয়। ১৩ থেকে ২০ এর (তৃতীয় ও চতুর্থ শ্রেণি) পদে স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা নিয়োগ বিধি অনুযায়ী করে।

প্রতিমন্ত্রী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ ধারাবাহিকভাবে সব মন্ত্রণালয়/বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন পদ সৃষ্টিতে সম্মতি দেয়। পরবর্তীতে মন্ত্রণালয় বা বিভাগ নিয়োগবিধি অনুযায়ী ওই পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে। আদালতের কার্যক্রম শেষ না হওয়া এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্য পদ পূরণ করা যায় না।

চাকরি বিভাগের পাঠকপ্রিয় খবর