ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৮৫

সরকারি-বেসরকারি অফিস দোকানপাট বন্ধ রাখার চিন্তাভাবনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৮ ২৫ জুন ২০২১  

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,সরকারি-বেসরকারি অফিস দোকানপাট বন্ধ রাখার চিন্তাভাবনা করছে সরকার।  ১৪ দিনের পূর্ণ শাটডাউন বাস্তবায়ন হলে জরুরি পরিষেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস ও দোকানপাট বন্ধ থাকবে। কঠোরভাবে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করা হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কাউকে বের হতে দেওয়া হবে না।
শুক্রবার গণমাধ্যকে তিন একথা বলেন। 

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সারাদেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করেছে। এটি বাস্তবায়নের চিন্তাভাবনা করছে সরকার।
প্রতিমন্ত্রী আরও বলেন, সামনে কোরবানির ঈদ। ঈদের আগে যাতে স্বস্তিকর পরিবেশ তৈরি হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।

 শুক্রবার বিকেলে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪ দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাতে বের হতে না হয় সেজন্য শ্রমজীবী মানুষদের সহযোগিতা করা হবে। সরকারি ও বেসরকারি অফিস-আদালত বন্ধ রাখারও চিন্তাভাবনা আছে।’ 

এর আগে বৃহস্পতিবার  বিকেলে প্রতিমন্ত্রী বলেন, সরকার করোনা পরিস্থিতি  গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর