ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১০৯৮

সাঁকো টেলিফিল্ম মিউজিক এ্যাওয়ার্ড পেলেন ইফফাত আরা নার্গিস

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৩৪ ২৩ মার্চ ২০১৯  

ছবি - মোস্তাফিজুর রহমান মিন্টু

ছবি - মোস্তাফিজুর রহমান মিন্টু

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, শিক্ষাবিদ প্রফেসর ইফফাত আরা নার্গিস পেলেন ১৫ তম সাঁকো টেলিফিল্ম মিউজিক এ্যাওয়ার্ড।

সম্মননা গ্রহণ করে তিনি বলেন, সঠিক সাধনা করলেই যে কোন ব্যক্তি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। তিনি মনে করেন, একটি গান বাঁচিয়ে রাখতে গেলে, গানের কথা-সুর যদি ভালো হয়, তাহলে সেই গান আজীবন বেঁচে থাকে।

শুক্রবার সন্ধ্যায় অফিসার্স ক্লাবে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের এ্যাওয়ার্ড দেয়া হয়।

১৫ তম সাঁকো টেলিফিল্ম মিউজিক এ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন :

আজীবন সম্মাননা – শেখ সাদী খান

বিশেষ সম্মাননা     – অধ্যাপক নাশিদ কামাল

সঙ্গীত  – ইন্দ্রমোহন রাজবংশী

  • ইফফাত আরা নার্গিস

সঙ্গীত (নতুন প্রজন্ম) – প্রীতম হাসান, হৈমন্তী রক্ষিত

সঙ্গীত পরিচালক – শওকত আলী ইমন

গীতিকার – দেওয়ান নজরুল

সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনা – নাহিদা আফরোজ সুমি

বিনোদন সাংবাদিকতা – সাজু আহমেদ

মিউজিক ভিডিও নির্মাতা – চন্দন রায়

মিউজিক ভিডিও মডেল – মাহিন সাবিন রাফী

বিশেষ জুরি এ্যাওয়ার্ড – শারমীন দিপু, প্রিয়াংকা বিশ্বাস, শাপলা পাল, শীলা পারভেজ, এস বি সুমি

সেরা অডিও কোম্পানি – সুরঞ্জলী

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সাঁকো টেলিফিল্ম সভাপতি বাংলাদেশ টেলিভিশনের সাবেক অনুষ্ঠান অধ্যক্ষ আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ ও বিশিষ্ট সমাজসেবক মোশারফ হোসেন।

উপস্থিত ছিলেন সাাঁকো টেলিফিল্ম পরিচালক নাজমুল খান, সঙ্গীত পরিচালক কিশোর শাহীনসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

পরে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও ছিল বর্ণিল নৃত্যানুষ্ঠান।

 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর