ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২০১৬

সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে ‘নাগরিক সাংবাদিকতা’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৩ ৯ ডিসেম্বর ২০১৮  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার কল্যাণে আজ বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর যেকোনো প্রান্তের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তাৎক্ষণিক জানার সুযোগ তৈরি হচ্ছে। এটি সাংবাদিকতার ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা।

রোববার কারওয়ান বাজারের টিকে ভবনে জার্নালিজম ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভের (যাত্রী) কার্যালয়ে ‘নিউ মিডিয়া, নিউ হোরাইজন সিটিজেন জার্নালিজম ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলেচনায় এ মতামত উঠে এসেছে।

বৈঠকে ‘নিউ মিডিয়া, নিউ হোরাইজন সিটিজেন জার্নালিজম ইন বাংলাদেশ’ বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিকের মতামতের ভিত্তিতে প্রণীত গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন যাত্রীর গবেষণা ব্যবস্থাপক খান মো. রবিউল আলম।

এতে বলা হয়, পত্রিকায় বা ইন্টারনেটের কোনো সংবাদ পড়ে বা আশেপাশে কোনো ঘটনা ঘটতে দেখে সঙ্গে সঙ্গে তা ব্লগ, ফেইসবুক, টুইটার, ইয়াহু, গুগল, এমএসএন-সহ বিভিন্ন মাধ্যমে অন্যদের সঙ্গে শেয়ার করাই হচ্ছে সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতা।

বৈঠকে বক্তারা সাংবাদিকতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে সিটিজেন জার্নালিজমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ইন্টারনেটে ব্লগ, ফেইসবুক, টুইটার, ইয়াহু, গুগল, এমএসএন ইত্যাদির পাশাপাশি মোবাইল ফোনকে সিটিজেন জার্নালিজমের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করে দেশের সবব্যবহারকারীর মোবাইলে নেট সংযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. ফাহমিদুল হক নাগরিক সাংবাদিকতাকে আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে খুবই সম্ভাবনাময় দিক হিসেবে উল্লেখ করেন।

যাত্রী প্রধান জামিল আহমেদের সভাপতিত্বে আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মোবাইল টেলিকম অপারেটর সমিতির মহাসচিব আবু সাঈদ খান এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সিটিজেন জার্নালিজম বিভাগের পাঠকপ্রিয় খবর