ঢাকা, ১৪ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ৩০ কার্তিক ১৪৩১
good-food
৬৯

সাইবার নিরাপত্তা আইন বাতিল হলেও চলবে সব মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:৫২ ৮ নভেম্বর ২০২৪  

বহুল বিতর্কিত ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই আইনের অন্তত ১০টি ধারায় করা মামলা চলমান থাকবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

 

এতে বলা হয়, আগের সব মামলা চলমান রাখতে ‘হেফাজত’ নামের বিশেষ বিধান যুক্ত করে ‘সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও প্রযুক্তি বিভাগ (আইসিটি)। প্রস্তাবিত খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। সম্মতি পাওয়ায় অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হবে।

 

অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ধারা ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৭, ৩০, ৩২ ও ৩৫-এর অধীনের মামলা চলমান থাকবে। এসব ধারার মামলার মধ্যে বেআইনিভাবে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে প্রবেশ করা, কম্পিউটার সিস্টেম ও ডিজিটাল ডিভাইসে প্রবেশ করে ক্ষতিসাধন বা কম্পিউটার সোর্স কোড বদল করা সংক্রান্ত বিদ্যমান সব মামলা চলবে।

 

এছাড়া যেকোনো ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি বা প্রতারণা, সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যাংকিং চ্যানেলের ই-ট্রানজেকশন, হ্যাকিং এবং কম্পানি কর্তৃক অপরাধসংক্রান্ত মামলা। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ চিহ্নিত, প্রতিরোধ ও দমন এবং এসব অপরাধের বিচার নিশ্চিত করতে গত বছরের ১৮ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ প্রণয়ন করা হয়।