ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
৪৬০

সাইবার সিকিউরিটি অ্যাক্ট: ৪ ধারায় মিলবে না জামিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৩ ২৮ আগস্ট ২০২৩  

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে নানা বিতর্কের পর সাইবার সিকিউরিটি অ্যাক্টের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

 

সোমবার (২৮ আগস্ট) খসড়ার অনুমোদন দেয়া হয়। এই আইনে চারটি অজামিনযোগ্য ধারা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।


সাইবার সিকিউরিটি অ্যাক্টের খসড়ার অনুমোদন মিলেছে, এতে জামিন অযোগ্য চারটি ধারা রয়েছে। 

 

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের জানান, চারটি ধারা অজামিনযোগ্য রেখে সাইবার নিরাপত্তা আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, নীতিগত অনুমোদনের সময় যে খসড়াটি ছিল, সেখানে দুই-একটি সংজ্ঞাসহ সামান্য কিছু পরিমার্জন করে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আইনের ১৭, ১৯, ২৭ ও ৩৩ এ চারটি ধারা অজামিনযোগ্য রাখা হয়েছে।

 
তিনি বলেন, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ (ধারা-১৭), কম্পিউটার ও কম্পিউটার সিস্টেমে ইত্যাদির ক্ষতি সাধন (ধারা-১৯), সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনের অপরাধ (ধারা-২৭), হ্যাকিং সংক্রান্ত অপরাধ (ধারা-৩৩)- এগুলো অজামিনযোগ্য রাখা হয়েছে।
 
 
এছাড়া নতুন আইনে বিভিন্ন বিষয় স্পষ্টিকরণ হয়েছে। আর জরিমানার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসেনি বলেও জানান সচিব।

 
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইন কার্যকর হওয়ার আগ পর্যন্ত আগের আইনের যে সব কার্যক্রম ছিল ওই আইনেই সেগুলোর নিষ্পত্তি হবে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর