ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৮৯

সাবেক সাংসদপুত্র রনির যাবজ্জীবন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫০ ৩০ জানুয়ারি ২০১৯  

রাজধানীর ইস্কাটনে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক সাংসদপুত্র বখতিয়ার আলম রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে তাকে আরও ৬ মাস জেল খাটতে হবে।

বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা বিচারক মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।

তিনি বলেন, রনি ২০১৫ সালের এপ্রিলে মাতাল অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটান। এ অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড প্রাপ্য ছিল। কিন্তু অপরাধের সময় ওর শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ড (৩০ বছর) দেয়া হল।

অভিযোগপত্র অনুযায়ী, মদ্যপ অবস্থায় রনি ২০১৫ সালের ১৩ এপ্রিল নিউ ইস্কাটনের দিলু রোডে গাড়ির ভেতর থেকে এলোপাতাড়ি গুলি ছুড়েন। তাতে রিকশাচালক হাকিম ও সিএনজি অটোরিকশা চালক ইয়াকুব গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান।

এ ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় মামলা করেন। একই বছরের ৩০ মে রনিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

রনির মা সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ পিনু খান।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর