ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬৭

সারা-শ্রদ্ধাকে টানা জেরা, ফোন-ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৩ ২৯ সেপ্টেম্বর ২০২০  

বলিউডে মাদকযোগ নিয়ে তৎপর ভারতীয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কার্যকলাপেও থেকে গেল বড় ফাঁক! প্রত্যেক দিন তাদের তদন্তে উঠে আসছে নতুন বলি তারকাদের নাম। কিন্তু এত তৎপরতা সত্ত্বেও ঠিক কোথায় ভুল হলো?

 

ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুরের মতো প্রথম সারির নায়িকাদের জেরা করেছে এনসিবি। তদন্তের স্বার্থে তাদের ফোন, ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করেছে তারা। ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ, বয়ানও রেকর্ড হয়েছে। কিন্তু সবশেষে অভিযুক্তদের স্বাক্ষর করাতে ভুলে গেছেন কর্মকর্তারা।

 

মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, জেরা শেষে সারা ও শ্রদ্ধার স্বাক্ষর নেয়নি কেন্দ্রীয় তদন্ত সংস্থা। গুরুত্বপূর্ণ কাজটি না করেই তাদের ছেড়ে দিয়েছে তারা। দু’দিন পর সই নেয়ার জন্য অভিনেত্রীদের বাড়ি গিয়ে উপস্থিত হন এনসিবি কর্মকর্তারা।

 

সারা সেসময় বাড়িতে ছিলেন না। তার পরিবর্তে বাসার কর্মচারীদের একজন সই করেন। সারা ও শ্রদ্ধাকে ব্যালারড এস্টেটে জেরা করা হয়। তবে দীপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য কলবর গেস্ট হাউজে নিয়ে আসা হয়। সেখানে তার ম্যানেজার কারিশ্মা প্রকাশও হাজির ছিলেন। দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে এনসিবি।

 

সংস্থাটি যখন তদন্ত এগিয়ে নিয়ে  চলেছে,  তখন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ভারপ্রাপ্ত সিবিআই’র ওপর উঠছিল গাফিলতির অভিযোগ। যদিও তার দাবি, খতিয়ে দেখা হচ্ছে সব দিক।
পাশাপাশি সুশান্তের ম্যানেজার জয়া সাহাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বয়ান এবং ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে বলিউডের আরও তারকার খোঁজ পায় এনসিবি। 

 

সেখানেই ২০১৭ সালের একটি চ্যাটে উল্লেখিত ‘ডি’ এবং ‘কে’-র সূত্র ধরে দীপিকা এবং তার ম্যানেজার কারিশ্মাকে সমন জারি করে তারা। জেরায় দীপিকা ওই চ্যাটের কথা স্বীকার করেছে। তবে দাবি করেছেন, তিনি নিজে মাদক নেননি। অবশ্য বাকি তিনজনের নাম উঠে আসে রিয়াকে প্রশ্ন করার সময়।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর