ঢাকা, ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১২ পৌষ ১৪৩১
good-food
৩৩

সালতামামি ২০২৪: ক্রিকেটকে বিদায় জানিয়েছেন যেসব কিংবদন্তি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১১ ২৫ ডিসেম্বর ২০২৪  

আর মাত্র ক’দিন, এরপরই ক্যালেন্ডারের পাতা উল্টে আসবে নতুন বছর। ধুলো জমবে ২০২৪ সালের বর্ষপঞ্জিকায়। নতুনের বার্তা নিয়ে আসবে ২০২৫। তো বিদায়ী বছরে কেমন ছিল ক্রিকেটাঙ্গন? ২০২৪ সালে অনেক কিংবদন্তি ক্রিকেটার নিজেদের ক্যারিয়ারের ইতি টেনেছেন। আবার কেউ অবসর নিয়েছেন নির্দিষ্ট ফরম্যাট থেকে। চলুন দেখে নেয়া যাক যেসব মহীরুহ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।

 

সাকিব আল হাসান
বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। চলতি বছরের শেষদিকে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেন তিনি। তবে ওয়ানডে চালিয়ে যাবেন। যদিও একদিনের ক্রিকেটে তার ভবিষ্যৎ নিয়ে আছে অনিশ্চয়তা।

 

বিরাট কোহলি
আধুনিক ক্রিকেটে অন্যতম সেরা ব্যটার বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় আছেন দুইয়ে। টেস্ট ও ওয়ানডে খেলা এখনো চালিয়ে যাচ্ছেন তিনি। তবে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই ভারতের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান জীবন্ত কিংবদন্তি।

 

রোহিত শর্মা
১১ বছর পর ভারতকে আইসিসি শিরোপা জয়ের স্বাদ দেন রোহিত শর্মা। তার অধিনায়কত্বেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে মেন ইন ব্লুরা। পরে কোহলির মতো তিনিও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান। তবে টেস্ট ও ওয়ানডে খেলা এখনো চালিয়ে যাচ্ছেন তিনি।

 

রবিচন্দ্রন অশ্বিন
ক্রিকেট ইতিহাসে সেরা স্পিনারদের একজন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ায় চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝেই আচমকা অবসরের ঘোষণা দেন তিনি। ব্রিসবেন টেস্টের পরই নিজের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানেন ঘূর্ণি জাদুকর।

 

জেমস অ্যান্ডারসন
টেস্ট ক্রিকেট ইতিহাসে সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। সাদা পোশাকের ক্রিকেটে ৭০০ এর বেশি উইকেট নিয়েছেন কেবল তিনজন বোলার। এর মধ্যে দুজনই স্পিনার। একমাত্র পেসার হিসেবে সেই মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। ৭০৪ উইকেট নেয়া ইংলিশ পেসার এ বছরের মাঝামাঝিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।

 

ডেভিড ওয়ার্নার
গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পরই একদিনের ক্রিকেটকে বিদায় জানান ওয়ার্নার। এরপর এ বছরের শুরুতেই সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানেন। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বিদায় নিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও।

 

টিম সাউদি
বছরের শেষ ভাগে আর্লি টুয়েন্টিজের ক্রিকেট ভক্তদের হৃদয় ভেঙেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তিনি ক্রিকেটে নিজের অধ্যায়ের ইতি টেনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে কমপক্ষে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেয়া একমাত্র বোলার সাউদি। 

 

এছাড়া চলতি বছর ক্যারিয়ারের ইতি টেনেছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের মধ্যে আছেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো শিখর ধাওয়ান, টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেয়া রবীন্দ্র জাদেজা এবং দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ও ইংল্যান্ডের মঈন আলী বিদায় জানিয়েছেন।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর