ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮০৪

প্রিয় ফ্ল্যাট বিক্রি

সিঙ্গাপুরে চিকিৎসা চলছে এ্যান্ড্রু কিশোরের

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৯ ১৪ ডিসেম্বর ২০১৯  

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জটিল রোগের চিকিৎসা চলছে জনপ্রিয় সঙগীতশিল্পী এ্যন্ড্রু কিশোরের। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

কিন্তু হঠাৎ করেই মৃত্যুর গুজব ছড়িয়েছে কিংবদন্তী এই শিল্পীর। আজ শনিবার (১৪ ডিসেম্বর) এমন খবর ছড়ানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছু অসাধু ইউটিউব চ্যানেল এন্ড্রু কিশোর মারা গেছেন বলে ভিডিও প্রকাশ করে। সেসব ভিডিও’র সূত্রে ফেসবুকে অনেকেই ‘মৃত্যুর খবর’ ছড়িয়ে যান যাচাই-বাছাই না করেই।

খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই নন্দিত গায়ক, সেই আশায় এখনও বুক বেঁধে আছেন তার চিকিৎসকরা। শিল্পীর ঘনিষ্ঠজনরা  জানাচ্ছেন, চিকিৎসকরা জনপ্রিয় এই শিল্পীর দরকারি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

তারা বলেন, সবার দোয়ায় ও আল্লাহর রহমতে এখনও ভালো আছেন এন্ড্রু কিশোর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। কেউ মিথ্যে তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না। তার পরিবার এতে বিরক্ত হয়, বিব্রতও হয়।

 

স্বজনরা জানিয়েছেন, শনিবার (১৪ ডিসেম্বর) থেকে তার চতুর্থ সাইকেলে শুরু হয়েছে কেমোথেরাপি।

সিঙ্গাপুরে ডা. লিমসুন থাইয়ের অধীনে চিকিৎসা নিচ্ছেন এন্ড্রু কিশোর। এ পর্যন্ত তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি নেয়া হয়েছে।

 

জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত এ শিল্পীর প্রতিটি কেমোথেরাপির মূল্য প্রায় ৯ লাখ টাকা। যা পরিবারের পক্ষে বহন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ব্যয় সামাল দিতে এরই মধ্যে অনলাইনে ফান্ডিংয়ের আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু।

চিকিৎসা ব্যয়ে তার নিজের ফ্ল্যাটটি বিক্রিসহ তার সহকর্মীরা ৫০ লাখ টাকা সহযোগিতা করেছেন। পাশাপাশি তার জন্য কনসার্ট-এর আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য ১০ লাখ অনুদান দেন।

ক্যান্সার সন্দেহে ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরে কেমোথেরাপি দেয়া শুরু হয়।

 

 

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর