ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৪৮৩

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপন দাস, বগুড়াঃ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১৩ ১৭ জুলাই ২০২০  

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

 

বৃহস্পতিবার পৌনে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র্যা ব- ১২ এর সদর কোম্পানীর একটি দল এ অভিযান চালান।


গ্রেফতারকৃত হলেন,সিরাজগঞ্জের সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের মৃত রমজান আলী আকন্দের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮)।


র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই মাদক ব্যবসায়ী বাড়িতে হেরোইন ক্রয়-বিক্রয় করে। এমন সময় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান করলে তার কাছ থেকে হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের  করা হয়েছে। 

 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর