ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫ || ৯ মাঘ ১৪৩১
good-food
৮২

সিরিয়ায় ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালালো ইসরায়েল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২১ ১০ ডিসেম্বর ২০২৪  

সিরিয়ায় বাশার আল আসাদ সকারের পতনের পর দেশজুড়ে সাধারণ মানুষ উল্লাস করলেও বাস্তবে আনন্দ বিষাদে পরিণত হয়েছে। সোমবার থেকে দেশটিতে ইতিহাসের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদ সরকারের নাটকীয় পতনের পর জেরুজালেম শত্রুপক্ষের হাতে পড়তে পারে এমন অস্ত্রকে লক্ষ্য করে সোমবার সিরিয়ায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সোমবার সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনীর অন্তত তিনটি প্রধান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ঘাঁটিগুলোতে সিরিয়িার কয়েক ডজন হেলিকপ্টার এবং জেট বিমান ধ্বংস হয়েছে।

 

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামাঞ্চলে শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে আকরবা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। টাইমস অব ইসরায়েল জানিয়েছে,  সিরিয়ার সামরিক অবস্থানকে নিশানা করে ২৫০টির মতো হামলা চালিয়েছে ইসরায়েল।

 

এএফপি জানিয়েছে, ইসরায়েল সোমবার সিরিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে ১০০ টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। 
একটি ফরাসি প্রকাশনা লিখেছে যে সম্ভবত সিরিয়ার ভাগ্যেও লিবিয়ার মতো করুণ পরিণতি অপেক্ষা করছে এবং এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই অঞ্চলকে সংকটের মধ্যে ডুবিয়ে রাখবে।

 

বাশার আল-আসাদের পতনের পর, সিরিয়া একটি খণ্ডিত ভূমিতে পরিণত হবে এবং বিরোধীরা আয়ের বিভিন্ন উৎস ও স্বার্থ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে। এই পরিস্থিতি এমন এক বড় বিপর্যয় ঘটাবে যা এই অঞ্চলের দেশগুলোর জন্য শরনার্থী সংকট, অস্থিতিশীলতা এবং নানা ধরণে সংকট সৃষ্টি করবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর