ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৪৭

সীমান্তে আটকা শত শত ট্রাক পেঁয়াজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৬ ১৭ সেপ্টেম্বর ২০২০  

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ফলে দেশের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। 
একইসঙ্গে প্রতিবেশি দেশটির সীমান্তে আটকা পড়েছে শত শত ট্রাকভর্তি পেঁয়াজ। এসব দ্রুত খালাস করতে না পারলে পচে নষ্ট হয়ে যাবে।

 

গেল সোমবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর, যশোরের বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে কোনো পেঁয়াজ দেশে ঢোকেনি। 

 

এসব সীমান্তে ভারতের অংশে আটকে আছে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পেঁয়াজ। 

 

ব্যবসায়ীরা বলছেন, এলসির মাধ্যমে আমদানি করা নিত্যপণ্যটি রপ্তানি বন্ধের আগেই কেনা হয়েছে। কিন্তু এখন রপ্তানি বন্ধের অজুহাতে এসব বাংলাদেশে পাঠাচ্ছে না ভারত।

 

সূত্র জানায়, হিলি স্থলবন্দরে ভারতের অংশে পেঁয়াজ বোঝাই ২৫০-৩০০ ভারতীয় ট্রাক, বেনাপোল সীমান্তে ৩০০ ট্রাক দেশে ঢোকার অপেক্ষায় আটকা পড়েছে। প্রায় একই অবস্থা অন্য বন্দরগুলোতেও।