ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৫৯

সুবীর নন্দীকে বিদেশে নেয়ার পরামর্শ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৮ ১৯ এপ্রিল ২০১৯  

কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসক বোর্ড নন্দীর পরীক্ষা-নিরীক্ষা করেন। সেসব শেষে শিল্পীর পরিবারকে এমনটাই জানিয়েছে তারা।

ওই পরিবারের তরফে বলা হয়, কর্তব্যরত চিকিৎসকেরা নন্দীকে পর্যবেক্ষণ করেছেন। দীর্ঘ বৈঠক শেষে তারা জানিয়েছেন, রোগীর অবস্থা উন্নতির দিকে। কিডনি, ব্লাড প্রেসার, ডায়াবেটিস- এখন স্বাভাবিক পর্যায়ে আছে। তবে হার্টের অবস্থা বেশ জটিল। মূলত সেটিরই চিকিৎসার জন্য তারা আমাদের বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন।

পহেলা বৈশাখের রাতে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন দেশ বরেণ্য সংগীত শিল্পী।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর