ঢাকা, ২৮ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৭৫২

সূবর্ণচরে গণধর্ষণের ঘটনায় আরো এক আসামি গ্রেফতার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪৭ ৪ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গত ৩০ ডিসেম্বর রোববার অন্যদের পরামর্শে ভোট না দেয়ায় নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে চার সন্তানের জননীকে (৩২) গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত আসামি হাসান আলী বুলু ওরফে জসিমকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে পুলিশের একটি দল চট্টগ্রামের নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেফতার করে।

এ ঘটনায় এজাহারে থাকা ৯ আসামির মধ্যে মূলহোতা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ ছয়জনকে গ্রেফতার করা হলো।                                                                                                                                                                                         গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। 

এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়া যায়।

তার প্রেক্ষিতেই বুধবার রাতে রুহুল আমিনসহ দু’জনকে গ্রেফতার করা হয়। এর আগে, গ্রেফতার তিন আসামি হলেন সুবর্ণচরের মধ্য বাগ্যা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সোহেল (৩৫), মৃত আব্দুল মান্নানের ছেলে স্বপন (৩৫) ও একই গ্রামের আহমদ উল্লার ছেলে বাসু (৪০)।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর