ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ১৯ পৌষ ১৪৩১
good-food
৬৩০

সেই বইয়ের তালিকা বাতিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২২ ২৯ আগস্ট ২০২২  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে। সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এ তথ্য জানিয়েছেন। 

 

তিনি বলেন, প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের যে তালিকা ছিল, তাতে একজন অতিরিক্ত সচিবের লেখা ২৯টি বই রয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার। পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।   

 

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা দেয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে।

 

একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বিষয়টি প্রকাশ্যে আসে।  এ বিষয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। এ নিয়ে কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে। 

শিল্প-সাহিত্য বিভাগের পাঠকপ্রিয় খবর