ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৬২

স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন হামজা ইউসুফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৭ ২৮ মার্চ ২০২৩  

স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা, পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী (ফার্স্ট মিনিস্টার) নির্বাচিত হয়েছেন। তিনিই দেশটির প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হচ্ছেন। মঙ্গলবার পার্লামেন্টে অনুমোদন পেলে পরদিন শপথ নেবেন ৩৭ বছর বয়সী ইউসুফ।

 

মূলত স্কটিশ প্রধানমন্ত্রী নিকোলা স্টার্জেনের আকস্মিক পদত্যাগের ঘোষণার পর তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন হামজা। পাঁচ সপ্তাহের টানাপড়েনের পর হামজা ইউসুফকে নতুন নেতা নির্বাচিত করেছে এসএনপি। এসএনপির নেতা নির্বাচন ঘিরে স্বাধীনতাপন্থী দলটির মধ্যে গভীর বিভক্তি দেখা দেয়। অবশেষে পাকিস্তানি এই বংশোদ্ভূত জয়ী হন। নিকোলা স্টার্জেনের উত্তরসূরি হিসেবে এসএনপির নেতৃত্ব দেবেন হামজা।

 

হামজা ইউসুফ স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এবং সবচেয়ে অভিজ্ঞ প্রার্থী ছিলেন। কারণ তিনি আইন ও পরিবহন বিষয়ক মন্ত্রণালয় দেখায় ছিলেন অভিজ্ঞ। ফলে তার মধ্য-ডানপন্থি প্রতিদ্বন্দ্বী কেট ফরবিসকে সহজেই পরাজিত করেছেন।

 

নিজের এশীয় বংশধারার কথা উল্লেখ করে এক আবেগপূর্ণ বিজয়ী ভাষণে হামজা ইউসুফ বলেন, ‘পাঞ্জাব থেকে স্কটল্যান্ড পার্লামেন্ট, এটি আমাদের প্রজন্মের যাত্রা। আমাদের পূর্ববর্তী প্রজন্মের শ্রমের ফসল।’

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর