ঢাকা, ১৮ জানুয়ারি শনিবার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
৮২৭

স্থায়ী কমিটির সদস্য হলেন টুকু-সেলিমা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৫৮ ১৯ জুন ২০১৯  

বিএনপির স্থায়ী কমিটির দুটি শূন্যপদে ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমানকে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান দেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমানকে ভাইস চেয়ারম্যান পদ থেকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল করেছিল বিএনপি। দলটির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটি তিন বছরের জন্য নির্বাচিত হবে এবং পরবর্তী জাতীয় নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এ কমিটিই দায়িত্ব পালন করবে।

 

কমিটি ঘোষণার সময়ই ১৯ সদস্যের স্থায়ী কমিটির দুটি পদ ফাঁকা ছিল। বাকি ১৭ সদস্যের মধ্যে তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ ও এমকে আনোয়ার মারা গেছেন। ফলে পাঁচটি পদ দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। এর মধ্যে দুটি পদ পূরণ হল। এখন তিনটি পদ ফাঁকা রয়েছে।