ঢাকা, ৩১ অক্টোবর বৃহস্পতিবার, ২০২৪ || ১৬ কার্তিক ১৪৩১
good-food
২৪৩

স্যামসাংকে টেক্কা দিতে প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আনছে গুগল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৮ ১৯ এপ্রিল ২০২৩  

আগামী জুনের কোনো এক সময় নিজেদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বাজারে উন্মুক্ত করবে গুগল। প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাংকে টেক্কা দিতে এ উদ্যোগ নিয়েছে মার্কিন সার্চ ইঞ্জিনটি। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। 


এতে জানানো হয়, আগামী ১০ মে নিজেদের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে বহুল প্রত্যাশিত স্মার্টফোনটি বাজারে ছাড়ার দিনক্ষণ ঘোষণা করার পরিকল্পনা করছে গুগল।  

 

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের অঙ্গপ্রতিষ্ঠানটির আসন্ন পিক্সেল ফোল্ডের কোড নাম ‘ফেলিক্স’। ভাঁজযোগ্য এ স্মার্টফোনে সবচেয়ে টেকসই ডেটিং অ্যাপ হিঞ্জ থাকবে।

 

গুগলের নতুন স্মার্টফোন কিনতে খরচ পড়বে ১৭০০ ডলার। যেখানে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ক্রয়ে ব্যয় হয় ১৭৯৯ ডলার। স্বাভাবিকভাবেই কোরীয় প্রতিষ্ঠানটিকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে মার্কিন কোম্পানিটি।

 

পিক্সেল ফোল্ডে রয়েছে অসাধারণ সব ফিচার। যেমন: এটি পানি প্রতিরোধী এবং পকেটে রাখা যাবে। এতে  থাকছে ৫ দশমিক ৮ ইঞ্চির স্ক্রিন।

 

ইতোমধ্যে গুগলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের ছবি প্রকাশ করেছে সিএনবিসি। এতে দেখা যায়, এটি বইয়ের মতো খুলবে। যার পর্দা ৭ দশমিক ৬ ইঞ্চি ট্যাবলেট আকারের। প্রতিযোগী স্যামসাং ফোনেরও একই ডিসপ্লে রয়েছে।

 

বহুল কাঙ্ক্ষিত পিক্সেল ফোল্ডের ব্যাটারিও টেকসই। একবার চার্জ দিলে তা ১ থেকে ৩ দিন চলবে। এতে গুগলের নিজস্ব টেন্সর জি২ চিপ ব্যাবহার করা হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি প্রতিষ্ঠানটির মুখপাত্র।

তথ্য-প্রযুক্তি বিভাগের পাঠকপ্রিয় খবর