ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৪৯

হজমশক্তি বাড়ানোর কার্যকরী ৬ উপায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ৮ মার্চ ২০২১  

কমবেশি সবাই হজমের সমস্যায় ভোগেন। কখনও বেশি খেয়ে ফেললে কিংবা মশলাদার খাবার খাওয়ার অভ্যাস থাকলে কিছুদিন পরপরই এই সমস্যায় পড়তে হয়। তবে কয়েকটি কার্যকরী প্রাকৃতিক উপায় রয়েছে, যেগুলোর মাধ্যমে সহজেই হজমের সমস্যা দূর করা সম্ভব।
আসুন সেসব সম্পর্কে জেনে নিন-


# হজমের সমস্যা কাটাতে হলে খাবার ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। অনেকেই খাদ্য সামান্য চিবিয়েই গিলে ফেলেন। এতে হজমের সমস্যা অনেকটাই বেড়ে যায়। খাবার যতটা বেশি চিবিয়ে খাওয়া যায়, ততই পাচক রস খাবারের সঙ্গে মিশে হজমে সাহায্য করে।


# হজমের সমস্যা দূর করতে ক্যালসিয়ামযুক্ত খাবার বেশি করে খান। আমাদের হজমশক্তি উন্নত করতে ক্যালসিয়াম অত্যন্ত কার্যকর। এটি আমাদের পরিপাকতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে।


# টিনজাত বা প্রসেসড খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। এসব খেলে হজমে সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কারণ, টিনজাত বা ক্যাকেটজাত খাবার দীর্ঘদিন তাজা রাখতে কেমিক্যাল ব্যবহার করা হয়।


# হজমশক্তি বাড়াতে গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন। হজম সংক্রান্ত সমস্যা এড়াতে এর জুড়ি মেলা ভার! অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই টি হজমশক্তি বাড়ায় এবং আমাদের পরিপাকতন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে।


# গ্রিন স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, মরিচের ক্যাপসাইসিন হজমশক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর! খাবারে বুঝে শুনে ঝাল দিয়ে খেতে পারলে স্বাভাবিকভাবেই হজমের সমস্যা অনেকটাই কমে যাবে।


# খাবারে আঁশ জাতীয় শাকসবজির পরিমাণ বাড়িয়ে দিন। এসব খেতে পারলে হজমের সমস্যা নিজে থেকেই কমে যাবে। কারণ, শাকসবজি দ্রুত হজম হয়ে যায় এবং হজমশক্তি বাড়াতেও সহায়তা করে।