ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৮৬২

হজ ফ্লাইট শুরু ৪ জুলাই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৪ ২৫ জুন ২০১৯  

চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩০০১) একটি ফ্লাইট ওই দিন সকাল সোয়া ৭টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে।
নির্ধারিত সময়ে নির্বিঘ্নে হজ ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আবদুল্লাহ এসময় বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের জেদ্দায় গমনের উদ্দেশ্যে বিদায় জানাবেন।
বাংলাদেশ বিমানের উপ-মহাব্যস্থাপক, (জনসংযোগ) তাহেরা খন্দকার মঙ্গলবার কথা জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া একই দিনে হজ ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বিজি-৩১০১) সকাল সোয়া ১১টায়, বিজি-৩২০১ বিকাল সোয়া ৩টায়, বিজি-৩৩০১ রাত সোয়া ৭টায় এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত সোয়া ৮টায় জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। চট্টগ্রাম সিলেট থেকে বছর যথাক্রমে ১৯টি ৩টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে।
বাংলাদেশ থেকে বছর প্রায় লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। এবার হজ শিডিউল ফ্লাইটে বিমানে যাবেন মোট ৬৩ হাজার ৫৯৯ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন হাজার ১৯৮ ব্যালটি, অবশিষ্ট ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ্জ যাত্রী যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
বছর হজযাত্রীদের ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে পরিবহনের জন্য বিমানের ৪টি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা-জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত শিডিউল ফ্লাইটের হজযাত্রীরা জেদ্দায় যাবেন। ঢাকা থেকে জেদ্দা প্রতিটি ফ্লাইটের উড্ডয়নকাল হবে আনুমানিক ঘণ্টা।
প্রথমবারের মতো চলতি বছর কিছু ফ্লাইটের জেদ্দা বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে। উদ্দেশ্যে সৌদি আরবের একটি ইমেগ্রেশন টিম ঢাকায় অবস্থান করবে।
বছর বিমান হজ্বযাত্রীদের উড়োজাহাজের সামনের অপেক্ষাকৃত বড় আরামদায়ক নিশ্চিত আসন নেয়ার ক্ষেত্রে ওয়ানওয়ে-তে ১০০ ডলার বা সমপরিমাণ টাকা এবং রির্টান যাত্রা (যাওয়া-আসা) ২০০ ডলার বা সমপরিমাণ টাকার বিধান রেখেছে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর