ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৩৮

মশা নিধনে বরাদ্দ দ্বিগুণ

হট্টগোল: সাংবাদিকদের তেড়ে এলেন কাউন্সিলর

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৭ ১ সেপ্টেম্বর ২০১৯  

আগামী অর্থবছরের জন্য  তিন হাজার ৬৩১ কোট ৪০ লাখ টাকার  বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 
বাজেটে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের বাজেট দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মশা নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে ও পৃথক জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই বাজেট ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন। আগামী ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য সিটি কর্পোরেশন মোট তিন হাজার ৬৩১ কোট ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।

গত বছর সংশোধিত বাজেটে মশা নিধনে বরাদ্দের পরিমাণ ১৯ কোটি ৫২ লাখ টাকা থাকলেও আসন্ন ২০১৯-২০২০ বাজেটে মশা নিয়ন্ত্রণের জন্য ৪৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া বাজেটে জ্বালানিসহ মশার ওষুধের জন্য ৩৮ কোটি টাকা, কচুরিপানা, আগাছা পরিষ্কার ও পরিচর্যার জন্য এক কোটি ৩০ লাখ টাকা এবং ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনের জন্য চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গুর কারণে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। মশার উৎপাত কমাতে এবার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। এছাড়াও এ বছর মশা নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংসসহ অভিযান জেল-জরিমানা চলমান আছে। এবার সিটি কর্পোরেশন সারা বছর মশক নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে ও পৃথক জনবল নিয়োগ করা হবে।

এদিকে ডেঙ্গু ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে হট্টগোল আর উত্তপ্ত বাক্য বিনিময় হয় অনুষ্ঠানে। বাজেট ছাড়া কী করে গেল ৩ মাস শত শত কোটি টাকা খরচ হলো, এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি মেয়র সাঈদ খোকন।

ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রমে কাউন্সিলদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে সাংবাদিকদের ওপর চড়াও হন উপস্থিত কাউন্সিলররা।

উদ্ধত কাউন্সিলরদের শান্ত করা হলেও কোন্ আইনে সিটি করপোরেশন বাজেট ছাড়াই চলতি অর্থবছরের শতশত কোটি টাকা খরচ করলো তার সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, ‘আউটব্রেক যেভাবে হয়েছে সেভাবে পরিস্থিতি সামাল দেয়ার মতো জনবল আমাদের ছিল না। ভবিষ্যতে জনবল বৃদ্ধি মাধ্যমে এই পরিস্থিতি যাতে না হয় তার ব্যবস্থা আমরা করবো।’