ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৯০

হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১১:৪৮ ৪ সেপ্টেম্বর ২০২০  

অনেকটা হঠাৎ করে ফের অস্থির পেঁয়াজের বাজার। ভারতে বন্যা, অন্ধ্রপ্রদেশে পেঁয়াজের মোকামে শ্রমিকদের ধর্মঘট ও বাংলাদেশের মাওয়া ঘাটে ফেরি পারাপার বন্ধ এই তিন অজুহাতে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।  এক মাসে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম পাইকারি ও খুচরা পর্যায়ে কেজিতে ২০ টাকা বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, গত বছর সিন্ডিকেট করে যারা পণ্যটির দাম বাড়িয়েছিল তাদের তালিকা সরকারের কাছে আছে। কিন্তু  শাস্তি না হওয়ায় তারা আবার কারসাজি করে দাম বাড়াচ্ছে। 
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার, মালিবাগ কাঁচাবাজার, ফকিরাপুল, হাতিরপুল সরেজমিন ঘুরে একই চিত্র দেখা গেছে। 
 খুচরা বিক্রেতারা জানায়, একদিন আগেও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকা।  মাসখানেক আগে বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা।  একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে, আর মাসের ব্যবধানে ২০ টাকা বেড়েছে।  অন্যদিকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দুদিন আগেও পাল্লা (৫কেজি) বিক্রি হয়েছে ১৪০ টাকা থেকে দেড়শ টাকা। এখন সে পেঁয়াজ বিক্রি হচ্ছে আড়াইশ টাকা পাল্লা। যদিও ভারতে পেয়াজের দাম বাড়লেও বাংলাদেশে এখন পর্যন্ত সংকট দেখা দেয়নি। 

 জানা গেছে, অনেক মজুদদার বেশি দামে বিক্রির আশায় গত বছর পেঁয়াজ সংরক্ষণ করেছিল, চলতি বছর নতুন পেঁয়াজ বাজারে আসায় আগের সেই মজুদ করা পেঁয়াজ কম দামে বিক্রি করতে হয়েছে। এখন সেই লোকসান উঠাতে তারা বিভিন্ন অজুহাত সামনে রেখে দাম বাড়িয়ে বিক্রি করছে।