ঢাকা, ৩০ নভেম্বর শনিবার, ২০২৪ || ১৬ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪৩৪

হঠাৎ লাদাখে নরেন্দ্র মোদি, সেনাদের সঙ্গে বৈঠক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:০৩ ৩ জুলাই ২০২০  

লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের। সম্প্রতি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন সেনা সদস্য নিহত হয়। এতে আরও চরমে পৌঁছে উত্তেজনা। এরই মধ্যে সীমান্তে দুই দেশই মোতায়েন করেছে হাজার হাজার সেনা সদস্য ও অত্যাধুনিক সাজোয়া যান, যেন যুদ্ধের প্রস্তুতি চলছে।

 এই উত্তেজনার মাঝেই হঠাৎ লাদাখে গেলেন ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১১ হাজার ফুট উচ্চতায় ঝান্সকার রেঞ্জের সামনে ইন্দাস নদীকে সাক্ষী রেখে তিনি কথা বলেন ভারতীয় পদাতিক সেনা, বায়ু সেনা ও ইন্দো- টিবেটিয়ান ফোর্স এর সঙ্গে। তাঁর দু’ পাশে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও সেনাপ্রধান এম এম নারাভানে । প্রধানমন্ত্রী সেনাদের আশ্বাস দিয়ে বলেন, গোটা দেশ তাদের সঙ্গে আছে। তাদের বীরত্ব ইতিহাসে জায়গা পাবে। উল্লেখযোগ্য, গালওয়ান উপত্যকায় চীনাদের সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রামে কুড়ি ভারতীয় সেনা শহীদ হয়েছিল।
এলএসিতে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে স্থলসেনা প্রধান মনোজ মুকুন্দ নরবণে এবং বায়ুসেনা প্রধান আর কে এস ভদৌরিয়া আগেই লাদাখ ঘুরে এসেছিলেন। সামরিক প্রস্তুতি খতিয়ে দেখে এসেছিলেন তারা। যেকোনও আগ্রাসনের জবাব দিতে ভারত তৈরি বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে চীনের সঙ্গে আলোচনা চলছিল। তার মাঝেই আচমকা প্রধানমন্ত্রী মোদি লাদাখ পৌঁছানোয় ভারতের কৌশলগত বার্তাই বদলে গেল বলে মনে করা হচ্ছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর