ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৬

‘হাওয়া’র বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিষ্পত্তির উদ্যোগ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৩ ৩০ আগস্ট ২০২২  

বন্যপ্রাণী আইনে আদালতে দায়ের করা ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে মামলা সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বন বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সিনেমার পরিচালক কর্তৃক ‘আপস নিষ্পত্তি করার আবেদনের’ পরিপ্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক দায়ের করা মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার আবেদন প্রত্যাহারের আবেদন জমা দিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৪৩ মোতাবেক মামলাটি আপোষযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে।


আদালত মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণপূর্বক শুনে পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন। গত ১৭ আগস্ট হাওয়া চলচ্চিত্রটি দেখার পর বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার আদালতে মামলার আবেদন করেছিল। সিনেমাটিতে শালিক পাখিকে খাঁচায় বন্দি রাখা, মেরে খাওয়ার দৃশ্যগুলো বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘন হয়েছে বলে আবেদনে বলা হয়েছিল।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর