ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৫৭

হাকালুকি হাওরে বিরল জলস্তম্ভ, এটি আসলে কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:১৩ ২৫ জুলাই ২০২২  

মৌলভীবাজারের হাকালুকি হাওরে সৃষ্ট টর্নেডো সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করেছেন আবহাওয়াবিদরা। পানিতে তৈরি হওয়ার কারণে এটি শক্তিশালী হতে পারেনি বলে প্রাথমিকভাবে মনে করছেন তারা।

 

শনিবার (২৩ জুলাই) বিকেলে ওই টর্নেডো সৃষ্টি হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইতোমধ্যে বিরল টর্নেডোটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

এতে দেখা যায়, হাকালুকি হাওরে একটি পানির স্তম্ভ আকাশের দিকে উঠে গেছে।কালচে বর্ণ ধারণ করে বিজলি চমকে গর্জন করছে। সেই স্তম্ভ হাওরের পানি টেনে নিয়ে নড়াচড়া করছে।

 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী বলেন, এটি টর্নেডো বলে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহে আমরা ঘটনাস্থলে কাজ শুরু করেছি।

 

টর্নেডোটি হাওরে এক ঘণ্টার মতো স্থায়ী ছিল। স্থানীয় বাসিন্দারা তা প্রত্যক্ষ করেন। ঘিলাছড়া ইউনিয়নের বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, সেসময় হাওরের পাশে বসে ছিলাম। হঠাৎ দেখতে পাই, দূরে পানির মধ্যে একটা সরু রেখা ওপরে উঠে গেছে। এরকম দৃশ্য আর কখনো দেখিনি। ঘণ্টাখানেক পরে অন্ধকারে সেটা মিলিয়ে যায়।

 

এ ধরনের টর্নেডো অনেক সময় ১০/১২ কিলোমিটার বিস্তৃত হয়। ঘণ্টায় ৬০ থেকে শুরু করে ২০০ কিলোমিটার বেগে চলতে পারে।

 

আবহাওয়াবিত সাঈদ আহমেদ চৌধুরী বলেন, পানির ওপরে টর্নেডো তৈরি হলে তা শক্তিশালী হয় না। কিন্তু স্থলে বা পানি ও ভূমি মিলে হলে শক্তিশালী হয়। হাকালুকি হাওরের ধরনের টর্নেডো পানি টেনে নিয়ে ওপরে তুলে মেঘ তৈরি করে। পরে সেটাই আবার বৃষ্টি হয়ে নেমে আসে। 

 

তিনি বলেন, এরকম টর্নেডোতে পানির সঙ্গে মাছও ওপরে উঠে যায়। পরে তা বৃষ্টির সঙ্গে মাটিতে পড়ে। প্রচণ্ড গরমে হাওরের পানির ওপরের তাপমাত্রা কমে ঊর্ধ্বমুখী হওয়ার কারণে এ টর্নেডোর তৈরি হয়েছে। সেসময় আশেপাশের শীতল হাওয়া সেই শূন্যতা পূরণ করতে আসায় একটি ঘূর্ণির তৈরি হয়। এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।