ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
১৪৭

হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৩৫ ১১ আগস্ট ২০২৪  

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়া হয়েছে।  রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা।

 

তিনি বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।


রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএফআইইউর এক কর্মকর্তা। মঙ্গলবার (৬ আগস্ট) দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাছান মাহমুদকে আটক করা হয়।

 

এয়ারপোর্ট অ্যাভিয়েশন সিকিউরিটির এক কর্মকর্তা জানান, 'দিল্লিগামী বিমানে ওঠার চেষ্টা করছিলেন তিনি।' পরে তাকে তাদের হেফাজতে নেয় বিমানবাহিনী।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর