ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬৭১

হানিফ সংকেতের ঈদের নাটক মনের মতি-মনের গতি

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫২ ২৭ জুলাই ২০২০  

বছরের দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবার করোনাকালে ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মাণ করা সম্ভব হয়নি। তবে নাটক নির্মাণ করেছেন। এবারের নাটকের নাম ‘মনের মতি-মনের গতি। হানিফ সংকেতের নাটকে থাকে সামাজিক বক্তব্য। করোনাকালে এক শ্রেণির সুযোগসন্ধানী মানুষের দুর্নীতি এবং তাদের কারণে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে।

হানিফ সংকেত বলেন, ‘আমাদের সমাজে এক শ্রেণির মানুষ রয়েছে, যারা অন্যের দুঃসময়কে পুঁজি করে নিজের লাভ খোঁজে। তাদের মতিগতি বোঝা কঠিন। তবে বিবেকের তাড়নায় কিংবা সৎসঙ্গে এসে অনেকে ভালোও হয়ে যায়। করোনার এই দুর্যোগের সময়ে দুই পরিবারের মাধ্যমে মানুষের মনের বিচিত্র মতিগতি তুলে ধরা হয়েছে।’ দৃশ্য ধারণ করা হয় সাভারে ফাগুন অডিও ভিশনের শুটিং স্পটে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া, সাঈদ বাবু প্রমুখ। নাটকের সূচনা সংগীতের সুর করেছেন হানিফ সংকেত। কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, কণ্ঠ দিয়েছেন কিশোর দাশ। 
 ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘মনের মতি-মনের গতি’।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর