ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
২৮৩

হিজবুল্লাহর ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করল ইসরাইল

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৪ ১৯ ফেব্রুয়ারি ২০২২  

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ইসরাইলের আকাশ সীমায় প্রবেশকারী ড্রোনকে আয়রন ডোম, জঙ্গিবিমান ও হেলিকপ্টার দিয়ে ধ্বংস করা সম্ভব হয়নি।

 

ইসরাইলের গণমাধ্যম বলেছে, ইসরাইলের উত্তরাঞ্চলের আকাশে একটি অথবা দু'টি ড্রোন ঢুকে পড়ার পরপরই বিভিন্ন স্থানের সাইরেন বেজে ওঠে। কিন্তু ড্রোনকে ধ্বংস করা যায়নি।

 

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এভিখাই এদরেয়ি এক বিবৃতিতে বলেছেন, লেবানন থেকে একটি ড্রোন প্রবেশের পর আয়রন ডোম সচল হয়েছিল। কিন্তু ড্রোনটি আবার লেবাননে ফিরে যেতে পেরেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই মুখপাত্র।   

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর