ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৭৩

হুথি হামলার পর এডেন উপসাগরে ডুবে গেল ব্রিটিশ জাহাজ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৭ ২০ ফেব্রুয়ারি ২০২৪  

স্কাই নিউজ আরাবিয়া টেলিভিশন ইয়েমেনি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এডেন উপসাগরে নেভিগেট করার সময় ইয়েমেন-ভিত্তিক হুথি বিদ্রোহীদের দ্বারা আক্রমণ করা একটি ব্রিটিশ জাহাজ রুবিমার এখন ডুবে গেছে।

 

হুথিরা ঘোষণা করেছিল তারা রুবিমারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আনসারুল্লাহর (হুথি) প্রতিনিধি ইয়াহিয়া সারিয়া তার টেলিগ্রাম চ্যানেলে একটি সংশ্লিষ্ট বিবৃতি প্রকাশ করেছেন। বিদ্রোহীদের দাবি অনুযায়ী, জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্থ হয়েছে এবং চলাচল বন্ধ করে দিয়েছে। হুথিরা স্বীকার করেছে যে, রুবিমার ডুবে যাওয়ার ঝুঁকিতে থাকতে পারে।


গত  অক্টোবরে গাজা উপত্যকায় ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বৃদ্ধি পাওয়ার পর, হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল যে, তারা ইহুদি রাষ্ট্রের সাথে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালীর মধ্য দিয়ে যেতে বাধা দিতে হামলা চালাবে। যতক্ষণ না তেল আবিব ফিলিস্তিনি হামাসের বিরুদ্ধে বিরোধপূর্ণ ছিটমহলে তার সামরিক অভিযান বন্ধ করে দেয়। সূত্র: তাস।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর