ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
২১৮

১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি: ইনু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪০ ১১ ডিসেম্বর ২০২৩  

১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।  এ বিষয়ে আওয়ামী লীগের নেতারা দুই একদিন সময় চেয়েছেন বলেও জানান তিনি।গতকাল রোববার (১০ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের বৈঠক শেষে এ তথ্য জানান জাসদ সভাপতি।

 

তিনি বলেন, ‘১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি। ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে। জোটের যারা প্রার্থী হবেন তারা নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

 

জাসদ সভাপতি বলেন, ‘আসন বণ্টনের বিষয়টি এখনও তারা বিবেচনা করছেন। আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারা আরও দুই-একদিন সময় চেয়েছেন। দুই-একদিনের মধ্যে চূড়ান্ত করলে জোটের প্রার্থীদের তালিকা আমরা দেশবাসীকে জানাতে পারব। রাজনৈতিকভাবে ১৪ দল একসঙ্গে আছে, একসঙ্গে নির্বাচন করবে।’