ঢাকা, ১৫ জানুয়ারি বুধবার, ২০২৫ || ২ মাঘ ১৪৩১
good-food
২৬৫

১৫ আগস্ট বেতারের ঘটনাপ্রবাহের প্রত্যক্ষদর্শীর মৃত্যু ও কিছু কথা

আহমদ সফিউদ্দিন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৮ ১০ সেপ্টেম্বর ২০২২  

১৫ আগস্ট ১৯৭৫, ঢাকা বেতারের ঘটনাপ্রবাহের একজন প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন আজ মারা গেলেন। তাঁর গুরুগম্ভীর কণ্ঠস্বরে হত্যাকাণ্ড পরবর্তী খবরগুলো প্রচারিত হয়। ইউটিউবে তা রক্ষিত আছে। মেজর ডালিম, খন্দকার মোশতাক, তিন বাহিনী প্রধান তখন নানা ঘোষণা দেন। হত্যা, সামরিক আইন জারি, কারফিউ এসব নিয়ে সারাদিন বিশেষ বুলেটিন প্রচারিত হয়। 

 

কোনো গবেষক বা অনুসন্ধানী সাংবাদিক ফারুকের সাক্ষাতকার নিয়ে অজানা কথা উদঘাটনের চেষ্টা করেছিলেন কি না জানি না। বিশিষ্ট বেতার কর্মকর্তা হাসান মীর তার পোস্টে জানান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একসময়ের সংবাদপাঠক ফারুক হোসেন আজ সন্ধ্যায়, শুক্রবার, ৯ই সেপ্টেম্বর,  ২০২২, ঢাকার মগবাজারে আল-বারাকা কিডনি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তাঁর স্ত্রী এই তথ্য জানিয়েছেন। 

 

ফারুক কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি নিঃসন্তান ছিলেন। 

 

ফারুক ১৯৪৭ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। সাবেক পাকিস্তান আমলে করাচিতে তিনি বেতার সম্প্রচারের সঙ্গে যুক্ত হন। ’৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে ভারতের রাজস্থান সীমান্ত দিয়ে পালিয়ে দেশে ফিরে আসেন।  

 

সংবাদ পাঠক মতিউর রহমান জানান, বন্ধু,ভাই, বেতারে আমার সহ বাংলা সংবাদ পাঠক জনাব ফারুক হোসেন গতকাল ( ০৯.০৯.২০২২) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নাললিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১০.০৯.২০২২) তারিখে ঢাকায়  মধুবাগ টি এন্ড টি মসজিদে সকালে তার জানাযার নামাজ সম্পন্ন হয়।
আল্লাহ মাবুদ তাকে জান্নাত নসিব করুন, আমিন।

 

লেখক: আহমদ সফিউদ্দিন

সংবাদকর্মী, সাবেক কর্মকর্তা (রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বিশ্বসাহিত্য কেন্দ্র)