ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮৮০

১৯ জনকে আসামি করে আবরারের বাবার মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৮ ৭ অক্টোবর ২০১৯  

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন তার বাবা বরকতুল্লাহ।

আবরারের বাবা জানান, কেন, কি কারণে তার ছেলেকে হত্যা করা হয়েছে কিছুই জানা নেই। তবে এ ঘটনায় তিনি ১৯ জনকে আসামি করে মামলা করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এদের শনাক্ত করা হয়েছে।

মামলায় প্রধান আসামি মেহেদী ও দ্বিতীয় আসামি ফুয়াদকে করা হয়েছে বলে জানান বরকতুল্লাহ। তিনি আরও জানান, মামলার কার্যক্রম শেষ হলে ফাহাদের মরদেহ বুয়েটে নেয়া হবে। সেখানে জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নেয়া হবে।

এর আগে ভোরে বুয়েটের শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গা থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের (ইইই) বিভাগের লেভেল-২ এর টার্ম ১ এর ছাত্র ছিলেন। 
হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন আবরার। তার বাড়ি কুষ্টিয়া শহরে। কুষ্টিয়া জেলা স্কুলে স্কুলজীবন শেষ করে নটরডেম কলেজে পড়েন তিনি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর