ঢাকা, ২৩ নভেম্বর শনিবার, ২০২৪ || ৯ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১৮৯

১ বছরের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৭ ১৩ জুলাই ২০২৩  

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি অনেক কমেছে। ফলে চলতি বছর আর মাত্র একবার সুদের হার বাড়াতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে মার্কিন মুদ্রা ডলারের ব্যাপক দরপতন ঘটেছে। গত ১ বছরেরও বেশি সময়ের মধ্যে যা সর্বনিম্ন।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বুধবার (১২ জুলাই) ডলার সূচক কমে দাঁড়িয়েছে ১০০ দশমিক ৫৪ পয়েন্টে। ২০২২ সালের এপ্রিলের পর তা সবচেয়ে কম।


এ প্রেক্ষাপটে সুইজ্যারল্যান্ডের মুদ্রার বিপরীতে গ্রিনব্যাকের মান হ্রাস পেয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি ডলারের দাম স্থির হয়েছে শূন্য দশমিক ৮৬৭৫ সুইস ফ্রাঙ্কে। ২০১৫ সালের পর যা সর্বনিম্ন।

 

দৈনিক ভিত্তিতে গত জুনে মার্কিন মুলুকে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। পূর্বাভাসের চেয়ে যা শূন্য দশমিক ১ শতাংশ কম। মাসিক ও বার্ষিক হিসাবেও সেখানে সিপিআই ব্যাপক নিম্নমুখী হয়েছে। ফলে ২০২৩ সালের বাকি সময়ে আর একবার সুদের হার বাড়াতে পারে ফেড। সেটাও প্রত্যাশার চেয়ে কম বেসিস পয়েন্ট।

 

পরিপ্রেক্ষিতে ইউরোর দর বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ১১৩১ ডলারে। গত বছরের মার্চের পর যা সর্বোচ্চ। স্টার্লিং শক্তিশালী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। ব্রিটিশ মুদ্রাটির দাম দাঁড়িয়েছে ১ দশমিক ২৯৮৪ ডলারে। বিগত ১৫ মাসের মধ্যে যা সবচেয়ে বেশি।

 

জাপানি মুদ্রার বিপরীতে প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্যমান নিম্নগামী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি ডলারের দর স্থির হয়েছে ১৩৮ দশমিক ৩৭৫ ইয়েনে। গত ৬ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম।

 

লন্ডনভিত্তিক মানেক্স ইউরোপের বৈদেশিক মুদ্রা বিশ্লেষণের প্রধান সিমন হার্ভে বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে। ফলে আর একবার সুদের হার বাড়াতে পারে ফেড। এতে চাপে পড়েছে ডলার।