ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৪১০

২৪ ঘণ্টায় রেকর্ড ৪২ জন মারা গেছেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩৩ ৮ জুন ২০২০  

দেশে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড ৪২ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত প্রাণঘাতি ভাইরাসে ৯৩০ জন প্রাণ হারালেন।

গেল রোববারও একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। ওই দিনও ৪২ জন করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেন। শনাক্ত বিবেচনায় সোমবার মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। বর্তমানে মানবঘাতি এ ভাইরাসে ৬৮ হাজার ৫০৪ রোগী আক্রান্ত রয়েছেন। গেল একদিনে ২ হাজার ৭৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতরে করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

গতকালের চেয়ে আজ ৮ জন কম আক্রান্ত হয়েছেন। রোববার আক্রান্ত হন ২ হাজার ৭৪৩ জন।
নমুনা পরীক্ষায় এদিন আক্রান্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৮৮ শতাংশ। রোববারের চেয়ে সোমবার আক্রান্তের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বেশি।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। গেল ২৪ ঘণ্টায় নতুন সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এদিন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২১ দশমিক ১৪ শতাংশ। প্রথম দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১১ শতাংশ বেশি।

তিনি বলেন, করোনা শনাক্তে গেল ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬১টি। আগের দিন নমুনা সংগ্রহ হয়েছিল ১২ হাজার ৮৪২টি। গতকালের চেয়ে আজ ১ হাজার ১১৯টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গেল ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৪টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৩ হাজার ১৩৬টি। গেল একদিনে আগের দিনের চেয়ে ১৯২টি কম নমুনা পরীক্ষা হয়েছে। এখন পর্যন্ত মোট ৪ লাখ ১০ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা হয়েছে।