ঢাকা, ১৭ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ৪ মাঘ ১৪৩১
good-food
৩১২

২৮ সেপ্টেম্বর প্রতারক সাহেদের অস্ত্র মামলার রায়

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৫৪ ২০ সেপ্টেম্বর ২০২০  

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক সাহেদ করিমের বিরুদ্ধে করা অস্ত্র মামলার রায় আগামী ২৮ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ রায়ের এই তারিখ ধার্য করে।


 
এর আগে অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে আদালতের কাছে তার যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করে রাষ্ট্রপক্ষ।

গত বৃহস্পতিবার  ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনকালে আদালতের কাছে তার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেন।

এরপর সাহেদের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আগামী রোববার পরবর্তী দিন ধার্য করেন আদালত। 

আদালতকে সাহেদ আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি। আমি সম্পূর্ণ নির্দোষ। আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই।

এ মামলায় ১১ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর