ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৩৮৪

২ হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি বাবর গ্রেপ্তার

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৪৮ ৮ মার্চ ২০২২  

ফরিদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর গ্রেপ্তার হয়েছেন। তিনি সিআইডির করা বহুল আলোচিত ২ হাজার কোটি টাকা মানি লন্ডালিং মামলার আসামি। খন্দকার মোহতেশাম হোসেন বাবর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার (৮ মার্চ) ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। 

 

তিনি জানান, সোমবার (৭মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে বিস্তারিত জানোনো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা।

 

এক সময়ে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বাবর। বেশ কিছু জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী কামাল ইবনে ইউসুফের নির্বাচনী এজেন্টও ছিলেন। 

 

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত হন বাবর। এ সময় কোনো পদ পদবী না থাকলেও আপন ভাই মন্ত্রী, এই প্রভাব খাটিয়ে ফরিদপুরে একক ক্ষমতার অধিকারী হন বাবর।

 

২০১৪ সালে ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং পরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন। এসময় জেলার রাজনীতিসহ পুরো ফরিদপুর নিয়ন্ত্রণ করতেন খন্দকার বাবর। এছাড়াও এলজিইডি, রোডস, পিডব্লিউডিসহ বিভিন্ন ডিপার্টমেন্টের টেন্ডার এবং ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন তিনি। ফরিদপুরে প্রচলিত আছে ক্ষমতার প্রভাব খাটিয়ে বহু সম্পত্তি ও টাকা-পয়সার মালিক বনে যান খন্দকার বাবর।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর