ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
২৭৯

৪০ ঘণ্টায় আগুন থামেনি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৮ ৬ জুন ২০২২  

প্রায় ৪০  ঘণ্টা পেরিয়ে গেছে।  এখনো থামেনি সর্বনাশা আগুন। সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো এখনও জ্বলছে। উড়ছে  ধোঁয়া। বাতাসে পোড়া গন্ধ। পাওয়া গেছে ৫১টি লাশ। তবে সিজিল সার্জন অফিস ৪৯ জনের কথা নিশ্চিত করেছে।

 

সোমবার বিকাল পর্যন্ত আগুন নেভানো যায়নি। থেমে থেমে দাউ দাউ করে জ্বলছে আগুন। দীর্ঘ সময় ধরে টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। এদিন  থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নি। এখানে-ওখানে ছড়িয়ে-ছটিয়ে রয়েছে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হাইড্রোজেন পার অক্সাইড ভর্তি ড্রাম।

 

এলোমেলো অবস্থায় পড়ে আছে অনেক পণ্যবোঝাই কনটেইনার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, ‘৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  ৯০ জনের বেশি ভর্তি আছেন। গুরুতর দগ্ধ তিনজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার ২২জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্কান্তর করা হয়েছে।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর