ঢাকা, ২৫ নভেম্বর সোমবার, ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৮

৪০ হাজার আফগান শরনার্থীকে আশ্রয় দেবে ইইউ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ১০ ডিসেম্বর ২০২১  

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ১৫ রাষ্ট্রের একটি গ্রুপ আরও ৪০ হাজার আফগানকে আশ্রয় দিতে যাচ্ছে। 
বৃহস্পতিবার দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় কমিশনার ইয়ালভা জোহানসন এ ঘোষণা দেন। এরমধ্যে জার্মানি  ২৫ হাজার শরনার্থীকে আশ্রয় দেবে। এছাড়া নেদারল্যান্ডস ৩ হাজার ১৫৯, স্পেন, ২ হাজার ৫০০ ও ফ্রান্স ২ হাজার ৫০০ আশ্রয় দেবে। গ্রুপে থাকা অন্য দেশগুলোও কম সংখ্যায় শরণার্থীদের পুনর্বাসনের জন্য আশ্রয় দেবে। খবর : আল-জাজিরা।
 জোহানসন বলেন, আমি মনে করি এটি সংহতির একটি অসাধারণ কাজ। নিয়ন্ত্রিত উপায়ে আরও বেশি আফগানকে আশ্রয় দেওয়ার ফলে অনিয়মিত আগমন ঠেকাবে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর