ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৮৯৮

৪৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর ২৮ জনই নতুন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২১ ৭ জানুয়ারি ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আজ সোমবার বিকালে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন ।

শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এর মাধ্যমেই টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। 

প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আর তাঁর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী  থাকছেন সর্বমোট ৪৬ জন।  

এর আগে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। এককভাবেই দলটি ২৫৯টি আসন লাভ করে। আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন।যেখানে জাতীয় পার্টি ২২ আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে।


আজ ৭ জানুয়ারি বিকেলে শেখ হাসিনার নেতৃত্বে শপথ গ্রহন করবেন নতুন মন্ত্রীরা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রীরর ভেতরে অনেকেই রয়েছে নতুন। এর ভিতর প্রথমবারের মতো মন্ত্রী হয়ে পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন,  প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হচ্ছেন ১৫জন এবং প্রথমবারেই উপ-মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ৩ জন। 

 

প্রথমবারের মতো মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা:

 

প্রথমবারের মতো মন্ত্রী হয়ে পূর্ণমন্ত্রী হলেন ১০ জন।

শ ম রেজাউল করিম (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী)

টিপু মুন্সী (বাণিজ্য মন্ত্রী)

ড. এ কে আব্দুল মোমেন (পররাষ্ট্রমন্ত্রী)

গোলাম দস্তগীর গাজী (বস্ত্র ও পাট মন্ত্রণালয়)

সাধন চন্দ্র মজুমদার( খাদ্য মন্ত্রণালয়)

তাজুল ইসলাম (স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)

এম এ মান্নান ( পরিকল্পনা মন্ত্রণালয়)

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন( শিল্প মন্ত্রণালয়)

মো: শাহাব উদ্দিন (পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)

নুরুল ইসলাম সুজন( রেল মন্ত্রণালয়)।

 

প্রথমবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা:

 

প্রথমবারের মতো ১৫ জন প্রতিমন্ত্রী হলেন-

খালিদ মাহমুদ চৌধুরী (নৌ পরিবহন মন্ত্রণালয়),

ডা. এনামুর রহমান(দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়),

আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়),

কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়),

ইমরান আহমদ (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়),

স্বপন ভট্টাচার্য্য (স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়),

শেখ মোহাম্মদ আবদুল্লাহ (ধর্ম বিষয়ক মন্ত্রণালয়),

মো. মাহাবুব আলী(বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়),

জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়),

মো. মুরাদ হোসেন(স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়),

ফরহাদ হোসেন (জনপ্রশাসন মন্ত্রণালয়),

জাহিদ আহসান রাসেল(যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী),

কে এম খালিদ (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়),

শরীফ আহমেদ (সমাজকল্যাণ মন্ত্রণালয়),

জাহিদ ফারুক (পানি সম্পদ মন্ত্রণালয়)।

 

প্রথমবারেই উপ-মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যারা


বেগম হাবিকুন নাহার (পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়)
এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ মন্ত্রণালয়)
মহিবুল হাসান চৌধুরী (শিক্ষা মন্ত্রণালয়)