ঢাকা, ২০ জানুয়ারি সোমবার, ২০২৫ || ৬ মাঘ ১৪৩১
good-food
৭৯৭

৪ ওসি, ১ ডিসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪০ ১৯ ডিসেম্বর ২০১৮  

রাজধানীর রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি, ঠাকুরগাঁও সদর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

অপরদিকে গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাষ্টিন রেমাকেও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো হয়েছে।

এছাড়া চার থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা কার্যকরে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারীকে চিঠি পাঠিয়েছে ইসি।

কমিশনের সহকারি সচিব নুরন্নাহার স্বাক্ষরিত এ চিঠি বুধবার পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

চার ওসি হলেন- ঢাকার রমনা থানার কাজী মাইনুল ইসলাম, নোয়াখালী সোনাইমুড়ী থানার আবদুল মজিদ, ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি কবির হোসেন।