ঢাকা, ১৯ জানুয়ারি রোববার, ২০২৫ || ৫ মাঘ ১৪৩১
good-food
২৬৪

৫ দিন পর আশামনির মরদেহ উদ্ধার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৪৯ ৬ ফেব্রুয়ারি ২০২০  

নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উদ্ধার করা হয়েছে শিশু আশামনির মরদেহ। গত শনিবার ঢাকার কদমতলীর ডিএনডি খালে পড়ে যায় পাঁচ বছর বয়সের শিশুটি। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে এদিন ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে ঝিলপাড় নামে এলাকা থেকে আশামনির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) জানান, মেয়েটির লাশ সন্ধানের জন্য ঘটনার দিন থেকেই তারা ওই খালের ময়লা সরাতে থাকেন। এক পর্যায়ে খালের ওপর ভাসমান ময়লার নীচে চাপা পড়া অবস্থায় মেয়েটিকে খুঁজে পাওয়া যায়।
খালের ময়লা পানির স্রোতে মেয়েটি এতদূরে ভেসে গিয়েছে বলে তারা ধারণা করছেন। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হলেও ময়নাতদন্ত করা হয়নি। ময়নাতদন্ত না করতে মেয়েটির পরিবার এবং স্থানীয় কমিশনার লিখিতভাবে আবেদন জানিয়েছে।
ওই আবেদনের প্রেক্ষিতে কোনও ময়নাতদন্ত ছাড়াই বিকেল সাড়ে চারটার দিকে আশামনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নিখোঁজ ও উদ্ধার তৎপরতা নিয়ে গত কিছুদিন ধরেই বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।
আশামনির মামা মো. মোশারফ জানান, ১ ফেব্রুয়ারি বিকেলে রায়েরবাগ-কদমতলী সড়কের পাশে কালভার্টের ওপর অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিল সে। একপর্যায়ে বল মেরাজনগরের ডিএনডি পয়ঃনিষ্কাশন খালে পড়ে গেলে সেটি উঠাতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায় ও।
মেয়েটির সঙ্গে যেসব বাচ্চারা খেলছিল, তারাই গিয়ে আশামনির পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। পরে মেয়েটির বাবা-মা ও স্থানীয়রা খালে নেমে তাকে খুঁজতে থাকে। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল পুরো খালে ব্যাপক তল্লাশি চালিয়েও মেয়েটিকে খুঁজে পায়নি।
খালে অত্যধিক আবর্জনা থাকায় তল্লাশি বাধাগ্রস্ত হচ্ছিল বলে জানিয়েছিলেন তারা। ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি মঙ্গলবার সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
অনুসন্ধানের এক পর্যায়ে এদিন ময়লার স্তূপের নীচে ভাসমান অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ৪ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি করেছে পরিবারের স্বজনরা। তবে এ উদ্ধারকাজে বিলম্ব হওয়া নিয়ে অভিযোগ করেছেন আশামনির মামা মো. মোশারফ।
তিনি জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিসের লোক আসলেও ওই দিন রাতে ময়লা আর আলোর সংকটের কারণে কাজ করতে পারে নাই। পরের দিন সকাল ৮টায় তাদের আসার কথা থাকলেও অনেক দেরীতে আসেন। উদ্ধার কাজে সহায়তার জন্য সিটি কর্পোরেশনের যেসব লোক দেয়ার কথা তাদেরও পাওয়া যায়নি।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর