ঢাকা, ২৪ জানুয়ারি শুক্রবার, ২০২৫ || ১১ মাঘ ১৪৩১
good-food
২৬৫

৫ মাস পর ফিরোজায় খালেদা জিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:২৭ ১২ জানুয়ারি ২০২৪  

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ফিরোজায় প্রবেশ করেন। এর আগে বিকেল ৫টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি।

 

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলের নেতাকর্মীরা।

 

এদিকে খালেদা জিয়ার গুলশানের বাসায় আগে থেকেই অবস্থান করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আব্দুল মঈন খানসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা। গত ৯ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।