ঢাকা, ২৬ নভেম্বর মঙ্গলবার, ২০২৪ || ১২ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৩৪৪৩

৬৭ হাজার শিশু পাচ্ছে স্বাস্থ্য কার্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৮ ১৮ ফেব্রুয়ারি ২০১৯  

নগরের শিশুদের জন্য স্বাস্থ্য কার্ড পদ্ধতি চালু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর আওতায় ৬৭ হাজার শিশুকে কার্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার দুপুরে নগরের আখালিয়া বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী

তিনি বলেন, বিশ্বের উন্নত দেশের মতো এই স্বাস্থ্য কার্ডে ব্লাড গ্রুপ থেকে শুরু করে সব ধরনের তথ্য থাকবে। স্কুলগুলো ছাড়াও নগরে শিশু জন্ম নেয়ার সঙ্গে সঙ্গে কার্ড দেয়া হবে। দেশের মধ্যে সিলেট হবে একটি মডেল সিটি। সরকারের সর্বাত্মক সহযোগিতায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। নগরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন বাস্তবায়ন শুরু হলো।

মেয়র বলেন, নগরে দিন দিন জনবসতি বাড়ছে। অন্যান্য অঞ্চলের হতদরিদ্র মানুষ এখানে বসবাসের জন্য আসছে। কিন্তু, নিম্নমানের বস্তি বা কলোনি পরিবেশে বসবাস করতে গিয়ে তাদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। নগরের বস্তি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি আধুনিক পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতি লাল পুরকায়স্থ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধ্রুব পুরকায়স্থ।