ঢাকা, ০৮ এপ্রিল মঙ্গলবার, ২০২৫ || ২৪ চৈত্র ১৪৩১
good-food
৯৬০

 বুধবার থেকে ট্রেনের ফিরতি টিকিট 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৬ ২৮ মে ২০১৯  

ঈদ যাত্রায় ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু করা হবে ২৯ মে বুধবার। যেসব ট্রেন ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে সেসব ট্রেনের ফিরতি টিকিট দেওয়া হবে।

 কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক এ তথ্য জানান।

স্টেশন মাস্টার আমিনুল হক জানান, ট্রেনের ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে। ওই দিন পাওযা যাবে ৭ জুনের টিকিট। ৩০ মে বিক্রি হবে ৮ জুনের টিকিট। ৩১ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট। ১ জুন বিক্রি হবে ১০ জুনের টিকিট এবং ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট।

তিনি বলেন, ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে রাজধানীতে ফিরতে পারে সেজন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীর চাপ সামলাতে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি স্পেশাল সার্ভিস চালু হবে ঈদের তিনদিন আগে।

ঈদের সময় ট্রেনগুলো যাতে সিডিউল অনুযায়ী চলাচল করতে পারে সে বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। তবে ট্রেনে অতিরিক্ত যাত্রীর চাপ হলে সিডিউল বিপর্যয় হতে পারে। ঈদ যাত্রায় প্রতিদিন ২৫ থেকে ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে বলে তিনি জানান।